Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

সবার জন্য স্বাস্থ্য এই মন মন্ত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া, পাবনা , উপজেলার ০৬ টি ইউনিয়নে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। এ অঞ্চলের ডায়রিয়া, আর্সেনিকোসিস, যক্ষ ও কুষ্ট, ফাইলেরিয়া ও পানি বাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীগন দ্বারা গ্রামীণ জনগোষ্ঠীকে উদ্ধুব্ধ করে থাকে। তাছাড়া শিশুদের মারাত্বক ৬ টি রোগ প্রতিরোধের জন্য ইপিআই কার্যক্রম প্রতি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হয়। তাছাড়া মাঠ পর্যায়ে কালাজ্বর রোগী, আর্সিনিকোসিস, ননকমিউনিকেবল ডিজিজ, যক্ষা ও কুষ্ট ফায়লেরিয়াসিস,   জটিল রোগী সনাক্তকরণ ও রেফারাল কার্যক্রমে মাঠ কর্মীরা সহায়তা করে থাকে। ভাঙ্গুড়া  উপজেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৩১ শয্যা বিশিষ্ট ১টি স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। স্বাস্থ্যসেবার এই অবকাঠামো উপজেলার সকলের জন্য কোনভাবেই যথেষ্ট নয়। (উপজেলার ০২ টি ইউনিয়ন দূর্গম এলাকা)। বর্তমানে একটি মাত্র এম্বুল্যান্স থাকলেও সেটি জরাজির্ণ। এর যথাযথ মেরামতের জন্য প্রয়োজনীয় তহবিলের সংগ্রহের জন্য র্সশ্লিষ্ট বিভাগের মাধ্যমে জোর প্রচেষ্টা চলছে। এবং একটি নতুন এ্যাম্বুলেন্স অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া, পাবনাতে সরবরাহ নেওয়ার প্রচেষ্টা চলছে।     


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য বিষয়ক তথ্য

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র    কেন্দ্রের নাম    ডাক্তারের পদ সংখ্যা    বর্তমান ডাক্তারের সংখ্যা    স্বাস্থ্য সহকারীর পদ সংখ্যা    বর্তমান স্বাস্থ্য কর্মীর সংখ্যা    স্বাস্থ্য কর্মীর পদ সংখ্যা    বর্তমানে স্বাস্থ্য কর্মীর সংখ্যা
উপজেলা স্বাস্থ্য কেন্দ্র    ০১    ১০    ৫ জন
ওএসডি চিকিৎসক হিসাবে কর্মরত ৩ জন    ১৯    ১৩        
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র    ০৫    ৫    ডাক্তার ০৫ জন
ঝঅঈঈগঙ- ৫ জন    -    -    -    -
কমিউনিটি ক্লিনিক    ১৪    -    সিএইচসিপি-  ১১জন    -    -    -    -


বর্তমান চিত্র    বার্ষিক মোট সংখ্যা/হার    সেবার ধরণ    মন্তব্য
জরুরী বিভাগে স্ব্যা সেবা/২০১৪    ২৫৫২    প্রাথমিক চিকিৎসা    টঐঈ
বহি বিভাগে স্বাস্থ্য সেবা/২০১৪    ৬২৫০৯    ঐ    টঐঈ
অন্ত বিভাগে স্বাস্থ্য সেবা/২০১৪    ৪৪০০    চিকিৎসা    টঐঈ
আবাসিক ডাক্তার সংখ্যা    ০১        
গর্ভবতীর পরিচর্যা    ৩৮৮৫        
নবজাতকের পরিচর্যা    ৩৩৫২        
শিশু মৃত্যুর হার    ৩ জন (প্রতি হাজারে)        
টীকা দান কর্মসূচী    ৪০৯১৫ জনকে টিকা দেয়া হয়েছে।        
কমিউনিটি ক্লিনিকে সেবার সংখ্যা    ১১৮২৫২    প্রাথমিক চিকিৎসা    ঈঈ
আইএমসিআই ও পুষ্টি কর্ণার হইতে সেবা    ১০০০১    প্রাথমিক চিকিৎসা    টঐঈ, ঈঈ