Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

সবার জন্য স্বাস্থ্য এই মন মন্ত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া, পাবনা , উপজেলার ০৬ টি ইউনিয়নে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। এ অঞ্চলের ডায়রিয়া, আর্সেনিকোসিস, যক্ষ ও কুষ্ট, ফাইলেরিয়া ও পানি বাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীগন দ্বারা গ্রামীণ জনগোষ্ঠীকে উদ্ধুব্ধ করে থাকে। তাছাড়া শিশুদের মারাত্বক ১০ টি রোগ প্রতিরোধের জন্য ইপিআই কার্যক্রম প্রতি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হয়। তাছাড়া মাঠ পর্যায়ে কালাজ্বর রোগী, আর্সিনিকোসিস, ননকমিউনিকেবল ডিজিজ, যক্ষা ও কুষ্ট ফায়লেরিয়াসিস,   জটিল রোগী সনাক্তকরণ ও রেফারাল কার্যক্রমে মাঠ কর্মীরা সহায়তা করে থাকে। ভাঙ্গুড়া  উপজেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৫০ শয্যা বিশিষ্ট ১টি স্বাস্থ্য কমপ্লেক্স, ১৬ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। উপজেলার ০২ টি ইউনিয়ন দূর্গম এলাকা।  বর্তমানে একটি এম্বুলেন্স রয়েছে, গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য  নাম মাত্র মূল্যে টারশিয়ারী হাসপাতাল সমূহে প্রেরণ করা হয়।  ।  

এছাড়াও বহিঃবিভাগ,  অন্তঃবিভাগে বিনামূল্যে  প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।  বহিঃবিভাগে সুসজ্জিত IMCI কর্নার, NCD কর্নার, ORS কর্নার,ANC & PNC  কর্নার রয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য বিষয়ক তথ্য
বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা-

কর্মরত নার্সের সংখ্যা-
ওএসডি চিকিৎসক হিসাবে কর্মরত - ০
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ০৫, ডাক্তার ০৫ জন
কমিউনিটি ক্লিনিক ১৬  -    সিএইচসিপি-  ১৬  



বর্তমান চিত্র বার্ষিক মোট সংখ্যা
জরুরী বিভাগে স্ব্যা সেবা
বহি বিভাগে স্বাস্থ্য সেবা
অন্ত বিভাগে স্বাস্থ্য সেবা
আবাসিক ডাক্তার সংখ্যা ০১
গর্ভবতীর পরিচর্যা
নবজাতকের পরিচর্যা
শিশু মৃত্যুর হার ৩ জন (প্রতি হাজারে)
টীকা দান কর্মসূচী
কমিউনিটি ক্লিনিকে সেবার সংখ্যা
আইএমসিআই ও পুষ্টি কর্ণার হইতে সেবা