Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার


উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের সিটিজেন চাটার:

(তত্ত্বাবধানকারী :উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা সেবা প্রদানকারী :ডাক্তার,নার্স,প্যারামেডিকস ও ৪র্থ শ্রেণীর কর্মচারী)

 

 

১।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে আ গত নারী পুরুস,বৃদ্ধ-যুবক-শিশু সকলের রোগ নির্ণয় ও প্রয়োজনী স্বাস্থ সেবা প্রদান এবং ভর্তি যোগ্য রোগীদের          

   হাসপাতালে ভর্তি করা হয়।

২।দিবা রাত্রি২৪ঘন্টা জরুরী বিভাগ খোলা থাকে এবং আগত রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হয় ও ভর্তি যোগ্য রোগীদের হাসপাতালে  

   ভর্তি করা হয়।

৩।ভর্তিরোগীদের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মেডিসিন চিকিৎসাহ জেনারেল সারর্জারী ও গাইনি, মাইনর অপারেশন করা হয়(প্রযোজ্য ক্ষেত্রে)।

৪।হাসপাতালে আগত ভর্তি রোগীদের প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষা ও এক্সরে করা হয়।

৫।গর্ভবর্তী মহিলাদের প্রসবপূর্ব প্রসবকালীন প্রসব উত্তর সেবা প্রদান ও প্রসবকালীন জটিলতা ব্যবস্থাপনা।

৬।নবজাতকের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

৭।মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

৮।মেডিকোলিগ্যাল সেবা প্রদান করা হয় । ৯।ডায়রিয়া রোগীদের জন্য ও আরটি কর্ণার চালু আছে।

১০।জটিল রোগীদের পরবর্তী উন্নত চিকিৎসার জন্য উচ্চত্তর রেফারেল সেন্টারে রেফার করা হয়।

১১।জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ কালেকশন ও পরীক্ষা করা হয় এবং যক্ষা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে

   ঔষধ সরবহ করা হয়।

১২। ইপিআই কার্যক্রমের আওতায় মা ও শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হয়।

১৩।আগত কিশোর কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্যও পরিবর পরিকল্পনা কার্যক্রম পরিচলনা করা হয়।

১৪।আগত রোগীদের মধ্যে দেশীয় ভেষজ চিকিৎসাকে জনপ্রিয় করার লক্ষে ভেষজ চিকিৎসা প্রদান করা হয়।

১৫।বিভীন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কল্যান কেন্দ থেকে রেফারকৃত রোগীদের গুরুত্ব সহকারে স্বাস্থ্য সেবা দওয়া হয় এবং প্রয়োজন বোধে কোন  

   কোন রোগীকে জেলা হাসপাতালে রেপার করা হয় ।

১৬।সরবরাহ সাপেক্ষ ঔষধ সমূহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয় ।

১৭।বিভিন্ন ওয়ার্ড/বিভাগ মজুদ ঔষদের তালিকা প্রদানকৃত সেবা সমুহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসক ও অন্যান্য কর্মচারীর তালিকা

   টানানো আছে ।