Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

 ১৯৯৫ সালে এই বিল্ডিং নিমিত হয়। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বড়াল নদী ও বড়াল সেতু সংলগ্ন পশ্চিম পাশ্বে এবং রেল লাইনের পাশ্বে দক্ষিনে অবস্থিত  এবং ইহার পাশ্বে বাস ষ্ট্যান্ড একটি বাই পাস রোড আছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদ দেড় কিঃমিঃ। স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্বিতলা বিশিষ্ট রাউন্ড আকৃতির এর মাঝে একটি ফুলের বাগান আছে। উপর তলায় পুরুষ ও মহিলা ওয়াড । নিচ তলায় উত্তর পাশ্বে চিকিৎসক রোগী দেখেন এর পাশ্ব ইমারজেন্সী রুম আছে। এবং এর পাশ্বে রোগীদের টিকিট গ্রহনের স্পেস। দক্ষিন পাশ্বে পরিবার পরিকল্পনা অফিস এবং একই সারিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমকতার অফিস ও ষ্টোর রুম।

স্বাস্থ্য কমপ্লেক্সটি দক্ষিনে প্রথম শ্রেনীর সরকরী কোয়াটার।  দক্ষিন পশ্চিম পাশ্বে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমকতার  বাস ভবন। ও পশ্চিম পাশ্বে ৩য় ও ৪থ শ্রেনীর সরকরী কোয়াটার। হাসপাতালে দৈনিক গড়ে ওয়াডে  ১৫ জন রোগী ভত্তি হয় এবং প্রায় ২৫০ জন রোগী বহিঃ বিভাগ থেকে চিকিৎসা নেয় । বেড অকুপেন্সী শতকরা ৮৩। প্যাথলজি পরীক্ষা হয়। এক্স রে মেশিন অকেজো। প্রতি দিন রোগ প্রতিষেধক শিশু /সাধারন ও গভবতী মহিলাদের টিকা দেয়া হয়। এছাড়া এটি একটি ইওসি ভূক্ত হাসাতাল। হাসতালে ১৪ জন চিকিৎসকের মঞ্জুরীকৃত পদের বিপরীতে বতমানে  ৪ জন চিকিৎসক হাসপাতালে কমরত আছে  এবং ৫ টি উপস্বাস্থ্য কেন্দ্রে ৫ জন  চিকিৎসক থাকার কথা থাকলেও কমরত আছে মাএ ১ জন । ১০ জন সেবিকা সহ অন্যান্য ষ্টাফ কমরত আছে।

 

                                                                                                

                                                                 

                                                                        ডাঃমোহাম্মদ সাহাদত হোসেন,  উপজেলা স্বাস্থ্যওপঃপঃ কমকতা

                                                                                                ভাঙ্গুড়া,পাবনা।

                                                                                         

ছবি